Ajker Patrika

পানছড়ি হাসপাতালের সড়ক বেহাল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৮
পানছড়ি হাসপাতালের সড়ক বেহাল

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি অনেক দিন ধরেই নাজুক অবস্থায় আছে। রোগী আনায় দুর্ভোগ ছাড়াও প্রায়ই ঘটছে দুর্ঘটনা—এমনটিই জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার মূল সড়ক থেকে দুটি প্রবেশপথ রয়েছে। তবে দুটো সড়কই ভাঙাচোরা।

ভুক্তভোগী লতিবান এলাকার সত্যপ্রিয় চাকমা, কলাবাগানের আবুল কাশেম, পাইয়্যংপাড়ার শিবু জয় ত্রিপুরা জানান, মূল সড়ক থেকে দুটো রাস্তায় হাসপাতালে রোগী নিয়ে যাওয়া যায়। অথচ এ দুই রাস্তাই খারাপ। ভাঙা সড়কের কারণে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটছে। গতকাল সোমবার সকালেও রোগী নিয়ে যাওয়ার পথে অটোরিকশা উল্টে এক রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-বিষয়ক কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, উপজেলার একমাত্র হাসপাতাল হওয়ায় প্রতিদিন ৩০০ থেকে ৪০০ সাধারণ রোগী, ১৫-২০ জন ইমারজেন্সি রোগী হাসপাতালে আসেন। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য রাস্তাটি বেশি ঝুঁকিপূর্ণ।

অনুতোষ চাকমা বলেন, ‘শুধু প্রবেশের রাস্তাই নয়, হাসপাতালে ওঠার পথের অবস্থাও নাজুক। বিষয়টি আমি বেশ কয়েকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘হাসপাতাল সড়কটি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। এখনো তালিকায় দেওয়া হয়নি। তবে রাস্তাটি মেরামত জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত