Ajker Patrika

মহালছড়িতে জীবন্ত গাছে ঝুলছে বিদ্যুতের তার

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ৩২
Thumbnail image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্পুজ্যানালা গ্রামে জীবন্ত গাছে এখনো ঝুলছে বিদ্যুতের খোলা তার। দাঁড়িয়ে থাকা গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করছে মহালছড়ি বিদ্যুৎ বিভাগ।

বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন খোঁজখবর নিলেও, এখনো তার অপসারণে ব্যবস্থা নেননি। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসী।

সরেজমিন দেখা গেছে, দুর্পুজ্যানালা গ্রামে এখনো জ্যান্ত কাঁঠাল ও সেগুনগাছের সঙ্গে ঝুলে আছে একেবারে খোলা তার। এই তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বিভিন্ন স্থানে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকি নিয়েই এর পাশ দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী রীতিময় চাকমা জানান, গত বছর এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন গ্রামে এসে দেখে গেছেন। তখন দ্রুত কাজ করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। তবে কেন হয়নি তার জানা নেই।

জানা গেছে, গ্রামে ৮০ পরিবারের মধ্যে ৫০ পরিবার বিদ্যুৎ পাচ্ছেন গাছের সঙ্গে দেওয়া সংযোগে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহার করছেন তাঁরা। এ ছাড়া এই সংযোগ পাওয়া বিদ্যুতের ভোল্টেজ খুব কম।

গ্রামের একাধিক ভুক্তভোগী বলেন, বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে কাজ দ্রুত হচ্ছে না। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী যত্ন মানিক চাকমার সঙ্গে যোগাযোগ করা হয়। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘জীবন্ত গাছে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি শুনেছি, তবে এখনো যাওয়া হয়নি। এ সপ্তাহের মধ্যে যাওয়ার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত