Ajker Patrika

‘কোর্ট হিলে চলাচলে প্রতিবন্ধকতা নয়’

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ০৫
‘কোর্ট হিলে চলাচলে প্রতিবন্ধকতা নয়’

সৌন্দর্যবর্ধনের নামে কোর্ট হিলে চলাচলের রাস্তায় প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের আইনজীবী নেতারা। তাঁরা এই প্রতিবন্ধকতা তৈরির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে কোর্ট হিল আইনজীবী ভবনের সামনে এক সভায় এমন অভিযোগ করেন। এ সময় তাঁরা অবিলম্বে সসম্মানে চট্টগ্রাম থেকে চলে যেতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা জেলা প্রশাসককে উদ্দেশ্য করেন বলেন, ‘অবিলম্বে সসম্মানে চট্টগ্রাম থেকে চলে যান। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবেন না। আমরা বিরোধে যেতে চাই না। কিন্তু আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করলে আমরাও ছেড়ে কথা বলব না।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ওই প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, সাবেক সভাপতি রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমন চৌধুরী, মো কফিল উদ্দিন, বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, আইয়ুব খান, অশোক কুমার দাশ, নাজিম উদ্দিন, সাবেক মহানগর পিপি আব্দুস সাত্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত