কক্সবাজারে নালা-নর্দমা প্লাস্টিক বর্জ্যে ভরে গেছে
কক্সবাজারের নালা-নর্দমা ও খাল যেন প্লাস্টিক বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। এসব বর্জ্য বৃষ্টির পানিতে বাঁকখালী নদী হয়ে বঙ্গোপসাগরে পড়বে। শুধু শহরের বর্জ্য নয়, সেন্ট মার্টিন দ্বীপ, সমুদ্রতীরবর্তী নদী ও খাল দিয়ে বিপুল পরিমাণ বর্জ্য বঙ্গোপসাগরে পড়ছে।