Ajker Patrika

‘কৃষিজমিতে কারখানা করতে দেওয়া হবে না’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ২৩
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘মিরসরাইয়ে কৃষি জমিতে বসতঘর ও শিল্পকারখানা করতে কাউকে দেওয়া হবে না। শিল্প কারখানার জন্য মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। যাদের জমি প্রয়োজন তারা সেখানে কারখানা করতে পারবেন। নতুন করে জমি কিনে বাড়ি না করে গ্রামেও বহুতল আবাসিক ভবন করা যেতে পারে। আমাদের সেদিকে নজর দিতে হবে। আগামীতে খাদ্য সংকট হবে। তাই প্রতিটি কৃষি জমিকে চাষের আওতায় আনতে হবে। প্রয়োজনে গবেষণা করে বের করতে হবে কোন জমিতে কি ফসল চাষাবাদ করা যায়।’ এ সময় তিনি উপজেলার গ্রামীণ সড়কের সঠিক রক্ষণা বেক্ষণ ও কৃষি জমি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকার অনুরোধ করেন।

সভায় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে আলোকিত জোরারগঞ্জ প্রকল্প উদ্বোধন করা হয়। ঈদ উপলক্ষে প্রাথমিকভাবে ৯টি ওয়ার্ডে ৪৫টি সড়ক বাতি লাগানো হয়। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে সড়ক বাতি লাগানো হবে বলে জানান জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই থানার ওসি কবির হোসেন, জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত