চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ঈদের বাজার জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেলেও কার্যত ১৫ রোজার পর থেকে বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাবেচা। করোনায় টানা দুই বছরের মন্দা কাটিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চান ব্যবসায়ীরা।
এদিকে দোকান থেকে পছন্দের কাপড় খুঁজে নিতে ক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে সবার। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বিপণি বিতানগুলোতে চকরিয়া থানা-পুলিশের টহল দিচ্ছেন। এরই মধ্যে জমে উঠেছে ঈদবাজার।
গতকাল ঈদবাজার ঘুরে দেখা গেছে, চকরিয়া পৌরশহরে নিউ মার্কেট, জনতা শপিং সেন্টার, সুপার মার্কেট, ওসান সিটি, আনোয়ার শপিং কমপ্লেক্স, সমিতি মার্কেটসহ সদরের বাজার ঘুরে দেখা যায় নারীদের চেয়ে তরুণ-তরুণীদের আগমন চোখে পড়ার মতো। ঈদের সময় যত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি তত বাড়ছে। বাচ্চাদের দোকানগুলোতেও ক্রেতারা ঠাসাঠাসি করে পছন্দের কাপড় কিনছেন।
ইন্ডিয়ান ও দেশি কাপড় নারীদের প্রধান পছন্দের তালিকায়। সেলাই করা সুতি, জামদানি ও সিল্কের থ্রি পিস পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১২ হাজার টাকায়। দোকানদাররা সেলাই ছাড়া থ্রি পিস ৫০০ থেকে ২৫ হাজার পর্যন্ত দাম হাঁকাচ্ছে। তা ছাড়া জাঁকালো থ্রি পিসের দাম আকাশচুম্বী। বাজারে সুতি, সিল্ক ও লিনেন এর কাপড়ের কাছাকাছি নেট কাপড়, কাতান, রেশমি সুতার কাপড় গজ হিসেবে কমবেশি বিক্রি হচ্ছে। মাঝবয়সী ও বয়স্ক নারীদের জন্য শাড়ি কিনছেন ক্রেতারা।
এদিকে নারীদের সঙ্গে পাল্লা দিয়ে কিশোর, তরুণ ও যুবকেরা পোশাক কিনছেন। তরুণদের মধ্যে কয়েকজন মিলে বন্ধুরা একই রঙের পাঞ্জাবি কিনছেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের শোরুম থেকে পাঞ্জাবি, জিনস ও গ্যাবাডিং প্যান্ট, শার্ট, টিশার্ট ও গেঞ্জি ক্রয় করছেন। অনেক তরুণ থান কাপড় কিনে পছন্দের ডিজাইনের পাঞ্জাবি বানাচ্ছেন। জুতা ও কসমেটিকসের দোকানে অতিরিক্ত দাম নিচ্ছে বলে অভিযোগ তুলেছে।
ওয়েস্টানপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘গেল দুই বছর ব্যবসায়ী প্রচুর মন্দা গেছে। অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পুঁজি হারিয়েছে। তারপরও এ বছর ধারদেনা করে ঈদবাজারকে সামনে রেখে ক্ষতি পুষিয়ে নিতে চান তাঁরা। ক্রেতারা যেন স্বস্তিতে ঈদের জিনিসপত্র ক্রয় করতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
ঈদ বাজার করতে আসা বেলায়েত হোসেন বলেন, ‘করোনার কারণে গত বছর ঈদের বাজারে আসা হয়নি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মার্কেটে আসলাম। দামের চেয়ে পছন্দ বিবেচনা করে কাপড়ও কিনেছি।’
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘প্রথম রমজান থেকে পৌরশহরের মার্কেটগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকের তিনটি দল সারাক্ষণ মার্কেটে টহল দিচ্ছেন। বোরকা পরিহিত নারী পুলিশ সদস্যরা একইভাবে কাজ করছেন। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে, নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।’
কক্সবাজারের চকরিয়ায় ঈদের বাজার জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেলেও কার্যত ১৫ রোজার পর থেকে বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাবেচা। করোনায় টানা দুই বছরের মন্দা কাটিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চান ব্যবসায়ীরা।
এদিকে দোকান থেকে পছন্দের কাপড় খুঁজে নিতে ক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে সবার। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বিপণি বিতানগুলোতে চকরিয়া থানা-পুলিশের টহল দিচ্ছেন। এরই মধ্যে জমে উঠেছে ঈদবাজার।
গতকাল ঈদবাজার ঘুরে দেখা গেছে, চকরিয়া পৌরশহরে নিউ মার্কেট, জনতা শপিং সেন্টার, সুপার মার্কেট, ওসান সিটি, আনোয়ার শপিং কমপ্লেক্স, সমিতি মার্কেটসহ সদরের বাজার ঘুরে দেখা যায় নারীদের চেয়ে তরুণ-তরুণীদের আগমন চোখে পড়ার মতো। ঈদের সময় যত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি তত বাড়ছে। বাচ্চাদের দোকানগুলোতেও ক্রেতারা ঠাসাঠাসি করে পছন্দের কাপড় কিনছেন।
ইন্ডিয়ান ও দেশি কাপড় নারীদের প্রধান পছন্দের তালিকায়। সেলাই করা সুতি, জামদানি ও সিল্কের থ্রি পিস পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১২ হাজার টাকায়। দোকানদাররা সেলাই ছাড়া থ্রি পিস ৫০০ থেকে ২৫ হাজার পর্যন্ত দাম হাঁকাচ্ছে। তা ছাড়া জাঁকালো থ্রি পিসের দাম আকাশচুম্বী। বাজারে সুতি, সিল্ক ও লিনেন এর কাপড়ের কাছাকাছি নেট কাপড়, কাতান, রেশমি সুতার কাপড় গজ হিসেবে কমবেশি বিক্রি হচ্ছে। মাঝবয়সী ও বয়স্ক নারীদের জন্য শাড়ি কিনছেন ক্রেতারা।
এদিকে নারীদের সঙ্গে পাল্লা দিয়ে কিশোর, তরুণ ও যুবকেরা পোশাক কিনছেন। তরুণদের মধ্যে কয়েকজন মিলে বন্ধুরা একই রঙের পাঞ্জাবি কিনছেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের শোরুম থেকে পাঞ্জাবি, জিনস ও গ্যাবাডিং প্যান্ট, শার্ট, টিশার্ট ও গেঞ্জি ক্রয় করছেন। অনেক তরুণ থান কাপড় কিনে পছন্দের ডিজাইনের পাঞ্জাবি বানাচ্ছেন। জুতা ও কসমেটিকসের দোকানে অতিরিক্ত দাম নিচ্ছে বলে অভিযোগ তুলেছে।
ওয়েস্টানপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘গেল দুই বছর ব্যবসায়ী প্রচুর মন্দা গেছে। অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পুঁজি হারিয়েছে। তারপরও এ বছর ধারদেনা করে ঈদবাজারকে সামনে রেখে ক্ষতি পুষিয়ে নিতে চান তাঁরা। ক্রেতারা যেন স্বস্তিতে ঈদের জিনিসপত্র ক্রয় করতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
ঈদ বাজার করতে আসা বেলায়েত হোসেন বলেন, ‘করোনার কারণে গত বছর ঈদের বাজারে আসা হয়নি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মার্কেটে আসলাম। দামের চেয়ে পছন্দ বিবেচনা করে কাপড়ও কিনেছি।’
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘প্রথম রমজান থেকে পৌরশহরের মার্কেটগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকের তিনটি দল সারাক্ষণ মার্কেটে টহল দিচ্ছেন। বোরকা পরিহিত নারী পুলিশ সদস্যরা একইভাবে কাজ করছেন। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে, নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫