Ajker Patrika

স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ১৯
Thumbnail image

স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. আব্দুস সাত্তার (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার মো. সুজত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার টাঙ্কির পাহাড় এলাকার বাসিন্দা ছিলেন।

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, রায় ঘোষণা উপলক্ষে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে আসামির ট্যাঙ্কির পাহাড়ের ভাড়া বাসায় তাঁর স্ত্রী শাহেদা আক্তারকে (১৯) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে তার ৯ মাস বয়সী মেয়েকে নিয়ে বাইরে চলে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে উল্লেখ করে কান্নাকাটি করতে থাকে।

প্রতিবেশীরা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সাত্তার তাঁর দোষ স্বীকার করেন। এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুর রহমান খুলশী থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত