জনবলসংকটে ব্যাহত কার্যক্রম
চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা কৃষি কার্যালয়ে ছয় মাস ধরেই প্রধান কৃষি কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এ ছাড়া তিন বছর ধরে উপসহকারী কৃষি কর্মকর্তার আটটি পদ শূন্য। পুরো উপজেলায় জনবল কম থাকায় কৃষকদের পরামর্শ দেওয়া, বিনা মূল্যে বীজ-সার বিতরণ ও তদারকি, পোকামাকড় দমনসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।