Ajker Patrika

কমিটি বিলুপ্ত চেয়ে সাংসদের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৩৭
কমিটি   বিলুপ্ত চেয়ে সাংসদের চিঠি

অ-গঠনতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির সরাইল ও আশুগঞ্জ কমিটি বিলুপ্ত চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

গত বৃহস্পতিবার আবদুস সাত্তার ভূঁইয়া স্বাক্ষরিত জাতীয় সংসদের তাঁর নিজস্ব প্যাডে এই আবেদনে লিখেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্পূর্ণ একচেটিয়াভাবে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করেছে। যা শুরুতেই বিতর্কের মুখে পড়ে। আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৫ বারের বিএনপির নির্বাচিত সাংসদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলাম।

বর্তমান বিএনপি সাংসদ হিসেবে আমার নির্বাচনী এলাকার সাংগঠনিক অবস্থা জানার অধিকার আছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরাইল ও আশুগঞ্জে এমন করুণ ও বিশৃঙ্খলা আর কখনো দেখেনি। বিভিন্ন ইউনিয়ন এমনকি আমার নিজ ইউনিয়নেও আমার সঙ্গে পরামর্শ না করে অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একতরফাভাবে রাতারাতি বিএনপি কমিটি ঘোষণা করা হয়।

তাই এলাকার নিবেদিত প্রাণ বিএনপির নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির অসাংবিধানিক কর্মকাণ্ড বন্ধ এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকলকে সঙ্গে নিয়ে নতুন কমিটি ঘোষণা করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপিকে বাঁচানোর জোর দাবি জানান তিনি। পাশাপাশি তিনি সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য জহিরুল হক খোকন বলেন, ‘আমি একটি লোক-মাধ্যমে জেনেছি তিনি চিঠি লিখেছেন। তবে চিঠিতে কী লিখেছেন আমার জানা নাই।’

এই ব্যাপারে সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মুঠোফোনে কল করলে একজন ফোনটি ধরে জানান, আবদুস সাত্তার করোনা আক্রান্ত। আপনার সঙ্গে পরে কথা বলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত