Ajker Patrika

বিচারের দাবিতে কসবায় মানববন্ধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ০৪
বিচারের দাবিতে কসবায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা প্রেসক্লাব চত্বরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক হাজি মোহাম্মদ মোছলেম হাজারীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ ইদ্রিস মিয়া, গিয়াসউদ্দিন কাজল, কসবা পৌর উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. বিল্লাল মিয়া ও গ্রামের সর্দার হান্নান মিয়া। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের কার্যালয়ে যায়। তিনি অবৈধভাবে খননযন্ত্রের মাধ্যমে মাটি উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার গুরুহিত গ্রামের পশ্চিম দিকে চাষাবাদযোগ্য তিন ফসলি জমির মালিকদের বেশি দামে মাটি কেনার লোভ দেখানো হয়। এরপর খননযন্ত্র দিয়ে মাটি কাটার ফলে এলাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ শুরু হয়।

এ বিষয়ে অভিযুক্ত খননযন্ত্রের মালিক ও মাটি বিক্রেতা আলমগীর মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন; ‘জমির শ্রেণি পরিবর্তন করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় এটা আমার জানা নেই। আমার ফিশারিজের জন্য জমি কিনেছিলাম, সেগুলোতে পুকুর কাটছি। এ ছাড়া আমার মোল্লা বহুমুখী প্রকল্পের নামে একটি লাইসেন্স রয়েছে।’

ইউএনও মাসুদ উল আলম বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই মাটি কাটার অভিযোগ পাওয়া যাবে, ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত