বালুচরে সবজির বিপ্লব
বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার) সাপের মতো আঁকাবাঁকা মাতামুহুরী নদীর স্রোতোধারা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। নদীর বুকে জেগেছে অসংখ্য চর। কোথাও হাঁটুপানি, আবার কোথাও ধু ধু বালুচর। এসব চরের যেদিকেই চোখ যায়, শুধু সবজির খেত। ধু ধু চরে শীতকালীন শাকসবজি চাষে সচ্ছলতা পেয়েছেন শত শত কৃষক।