Ajker Patrika

পাসপোর্টের জন্য ‘রোহিঙ্গা প্যাকেজ’ ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাসপোর্টের জন্য ‘রোহিঙ্গা প্যাকেজ’ ৪ লাখ টাকা

দুই রোহিঙ্গাকে বিদেশে পাঠানোর চুক্তি করা একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রোহিঙ্গাদের চার লাখ টাকার প্যাকেজে পাসপোর্ট পাইয়ে দেওয়ার চুক্তি করে এই চক্রটি।

গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে দুজন রোহিঙ্গা। তাঁরা হচ্ছেন, মো. জাবের (২৫) ও রজি আলম (২৭)। গ্রেপ্তার অন্যরা হলেন, সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দা মো. খসরু পারভেজ (৩৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো. তসলিম (৪০), লোহাগাড়ার আধুনগরে মো. ইসমাইল (২০) এবং পটিয়ার আশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক (২৭)।

চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের বিদেশে পাঠানোর অংশ হিসেবে ঢাকায় পাঠানোর আগে প্রথমে জড়ো করা হয় চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ মাজারের সামনে। সেখানে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে চক্রের সদস্য মো. খসরু পারভেজ ও উল্লিখিত দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এই সময় তাঁদের কাছ থেকে পাঁচটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান।

নিহাদ আদনান জানান, গত ১০ ফেব্রুয়ারি সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি পাসপোর্টসহ আসাদ উল্লাহ নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্টও জব্দ করা হয়। তিনি উখিয়া থানায় করা একটি হত্যা মামলার আসামি। পাসপোর্ট কীভাবে পেয়েছে, এর তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এই চক্রে হাত পড়ার পর নগরীর বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার সকালে মো. তসলিম (৪০), মো. ইসমাইল (২০) এবং মো. ফারুককে (২৭) গ্রেপ্তার করার কথা জানান উপকমিশনার নিহাদ আদনান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত