Ajker Patrika

­অপহৃত আট তরুণ উদ্ধার হয়নি, পরিবারে উৎকণ্ঠা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফে শখের বশে পাহাড়ি ছড়ার খালে মাছ ধরতে গিয়ে অপহৃত আট তরুণ দুই দিনেও উদ্ধার হননি।

গত রোববার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় কক্সবাজার সরকারি কলেজের এক শিক্ষার্থীসহ আটজন বাংলাদেশি রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত হন। তাঁরা সবাই পরস্পরের আত্মীয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধারের খবর জানা যায়নি। এ নিয়ে অপহৃতদের পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহৃত তরুণেরা হলেন জাহাজপুরা এলাকার রশিদ আহমেদের ছেলে আবছার উদ্দিন, ছৈয়দ আমিরের ছেলে নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদওয়ান ও নুরুল হক।

অপহৃত করিম উল্লাহ ও নুরুল মোস্তাফার বড় ভাই মো. আলী বলেন, ‘অপহরণকারীরা প্রথমে জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু সামর্থ্য না থাকায় মুক্তিপণ দিতে পারিনি।’
আলী আরও বলেন, সর্বশেষ আজ সকালে (গতকাল) আমার দুই ভাইয়ের মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। নানা কষ্টে টাকাও জোগাড় করা হয়েছে। কিন্তু তারা আর যোগাযোগ করছে না। এতে আমরা ভীষণ ভয়ে আছি।’

অপহৃতদের মধ্যে একজন কলেজশিক্ষার্থী, কয়েকজন কৃষক এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা শখের বশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত কেউ এখনো উদ্ধার হয়নি। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অপহৃত এসব তরুণকে উদ্ধারের জোর দাবি জানাচ্ছি। ’

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক দল তাঁদের উদ্ধারের চেষ্টায় পাহাড়ে রয়েছে। কী জন্য এবং কারা অপহরণ করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত