Ajker Patrika

বর্জ্য পরিষ্কারে বিজ্ঞানী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২: ৫৬
Thumbnail image

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সৈকতে ভেসে আসা প্লাস্টিক, কাচের বোতল, পলিথিনসহ নানা বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)।

গতকাল রোববার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত বোরির মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমুদ্রবিজ্ঞানী সাইদ মোহাম্মদ শরীফ, তরিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুমসহ ওই প্রতিষ্ঠানের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। তাঁরা দ্বীপের মগচর, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও বদরখালীপাড়া সৈকত পরিষ্কার করেন। এসব বর্জ্য ট্রলারে করে কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে সৈকতের বালিয়াড়ি ও গ্রামে বর্জ্য এসে আচড়ে পড়েছিল। এসব বর্জ্যের কারণে হুমকির মুখে পড়েছে ১০ হাজার কিলোমিটার আয়তনের সোনাদিয়ার পরিবেশ-প্রতিবেশ।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আজকের পত্রিকায় ‘স্বর্ণদ্বীপে বর্জ্যের স্তূপ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত