Ajker Patrika

বর্জ্য পরিষ্কারে বিজ্ঞানী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২: ৫৬
বর্জ্য পরিষ্কারে বিজ্ঞানী

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সৈকতে ভেসে আসা প্লাস্টিক, কাচের বোতল, পলিথিনসহ নানা বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)।

গতকাল রোববার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত বোরির মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমুদ্রবিজ্ঞানী সাইদ মোহাম্মদ শরীফ, তরিকুল ইসলাম ও আব্দুল কাইয়ুমসহ ওই প্রতিষ্ঠানের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। তাঁরা দ্বীপের মগচর, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও বদরখালীপাড়া সৈকত পরিষ্কার করেন। এসব বর্জ্য ট্রলারে করে কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে সৈকতের বালিয়াড়ি ও গ্রামে বর্জ্য এসে আচড়ে পড়েছিল। এসব বর্জ্যের কারণে হুমকির মুখে পড়েছে ১০ হাজার কিলোমিটার আয়তনের সোনাদিয়ার পরিবেশ-প্রতিবেশ।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আজকের পত্রিকায় ‘স্বর্ণদ্বীপে বর্জ্যের স্তূপ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত