সোমবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'
শুক্রবার সন্ধ্যা ৭টায় আজকের পত্রিকাকে এ সব তথ্য দিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, ৪ ধাপ শেষে এটি ঘূর্ণিঝড়ে রুপ নেবে। আগামী ২২ তারিখে প্রথমে লঘু চাপ হিসেবে বঙ্গোপসাগরে এটি আত্মপ্রকাশ করবে, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ সবশেষ এটি ঘুর্ণিঝড় হিসেবে সমতলে আঘাত হানতে পারে।