Ajker Patrika

ভারত উপকূলে রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় তাওকত

আপডেট : ১৭ মে ২০২১, ১৬: ৩৩
ভারত উপকূলে রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় তাওকত

ঢাকা: শক্তি সঞ্চয়ের মাধ্যমে ‘অতি প্রবল’  ঘূর্ণিঝড়েপরিণত হওয়া  'তাওকত'  আজ রাত ৮টা থেকে ১১টার মধ্যে ভারত উপকূলে  আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার ভোরে তাওকত অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গুজরাটের দিকে ধেয়ে আসা ঝড়টি সোমবার রাতে উপকূলে আঘাত হানার সময় এর গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে অনেকটা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  তাওকতের প্রভাবে ইতোমধ্যে মুম্বাইয়ে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বেলা ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত মুম্বাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

তাওকতের প্রভাবে সম্ভাব্য ভূমিধসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে গুজরাটের ভবনগর জেলার পোড়াবন্দর ও মাহুভার নিম্নাঞ্চলের ২৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এই রাজ্যের নিম্নাঞ্চলের দেড় লাকের বেশি মানুষকেও ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর  এনডিআরএফ প্রধান এসএন প্রধান বলেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের ১০১টি দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা টিম প্রস্তু রয়েছে।

 ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে ভারতে এখন পর্যন্ত  ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কর্ণাটকে চারজন ও কেরালায় দুজনের মৃত্যু হয়।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত