Ajker Patrika

তাওকতের কবলে ভারতে বার্জডুবি, ২২ লাশ উদ্ধার

তাওকতের কবলে ভারতে বার্জডুবি, ২২ লাশ উদ্ধার

মুম্বাই: ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে মুম্বাই উপকূলের ৩৫ নটিক্যাল মাইল গভীরে একটি বার্জ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনও ৫১ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮৮ জনকে। সামুদ্রিক তেলক্ষেত্র এলাকার মধ্যে গত সোমবার ডুবে যাওয়া বার্জটিতে ২৬১ জন আরোহী ছিলেন।

আজ বুধবার মুম্বাইয়ের প্রতিরক্ষা বিভাগ থেকে ভিডিও টুইটে এ তথ্য জানানো হয়। ভিডিওতে দেখা যায়, উদ্ধার হওয়া ১৮৮ জনকে মুম্বাই বন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।

টুইটারের ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, আজ সকালে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তেগ, আইএনএস বেতওয়া, আইএনএস বিয়াস, পি৮আই জেট, হেলিকাপ্টারসহ বিভিন্ন উদ্ধারকারী যানের সঙ্গে আইএনএস কোচিও মুম্বাই বন্দরে আসে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় তাওকতের ক্ষতি পর্যালোচনা ও বার্জডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারের বিষয়ে আজ গুজরাটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

বার্জ থেকে উদ্ধার হওয়া মনোজ নামের একজন আরোহী সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, খুবই ভয়ানক অবস্থা ছিল। মনে হয়নি বেঁচে ফিরতে পারবো। বেঁচে থাকার সঙ্কল্প নিয়ে সাত থেকে আট ঘণ্টা সাঁতার কেটেছি। অবশেষে নৌবাহিনী আমাদের উদ্ধার করে।

ডুবে যাওয়া বার্জ এবং আরও দুটি জাহাজ– গল কনস্ট্রাক্টর ও সাপোর্ট স্টেশন–৩ ওই স্থানে তেল–গ্যাস অনুসন্ধান ও খননের কাজে নিয়োগ করেছিল প্রকৌশল কোম্পানি আফকোন। ভারত সরকারের অয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) সঙ্গে তারা চুক্তিবদ্ধ। কোস্টগার্ড জানিয়েছে, গল কনস্ট্রাক্টরের ১৩৭ আরোহীকে মঙ্গলবারই উদ্ধার করা হয়েছে। সাপোর্ট স্টেশন–৩ ২০১ আরোহী নিয়ে উত্তর–পশ্চিমে মুম্বাই হাই তেলক্ষেত্র এলাকায় ভাসছে।

এছাড়া ঝড়ের কবলে পড়ে ওএনজিসির তেল খনন জাহাজ সাগর ভূষণের নোঙ্গর ছিঁড়ে গেছে। জাহাজটি বর্তমানে উত্তরে ভাসছে। জাহাজের ১০১ আরোহীকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের পর গুজরাট এবং প্রতিবেশী মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকত। ঝড়ে গুজরাচে তিনজন, মহারাষ্ট্রে ছয় এবং কর্ণাটকে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। হাজার ঘরবাড়ি এবং বিপুল পরিমান ফসলের খেত বিধ্বস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত