সিন্ডিকেট সকালে মোবাইলে দাম ঠিক করে দেয়, গোয়েন্দা তথ্য আছে: জাপার আনিসুল
সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে, তারা প্রত্যেকদিন সকালে মোবাইলের মাধ্যমে দাম চূড়ান্ত করে দেয়। চিনি, ডিম, তেল, মাংস এবং তাজা শাকসবজির দামও বৃদ্ধি করে দেয় তারা। এটার ওপর গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিবেদনও আছে। তারা জানে কারা করছে...