Ajker Patrika

নির্বাচনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়োগের চেষ্টা চলছে: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৭: ২৯
নির্বাচনে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়োগের চেষ্টা চলছে: র‍্যাব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীর অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়োগের চেষ্টা করছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

কমান্ডার মঈন বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার উপজেলা চেয়ারম্যান, কয়েকজন জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে সহিংসতার মামলা হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সেই তথ্য র‍্যাবকে দিয়েছেন। এই ধরনের কার্যক্রম যারা চালাচ্ছে, তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি না জানতে চাইলে কমান্ডার বলেন, ‘বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছে এবং করতে পারে, এমন তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি: র‍্যাবনির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এই ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 

অন্যদিকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে সন্ত্রাসী গ্যাং ‘কবজি কাটা’ ও ‘বিরিয়ানি সুমন’ গ্রুপের অন্যতম হোতাসহ ৯ জনকে গ্রেপ্তারের করেছে র‍্যাব। 

গত বুধবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২-এর একাধিক দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ‘কবজি কাটা গ্রুপের’ অন্যতম হোতা মো. হায়াত ওরফে টাকলা হায়াত (৪০), মো. সাগর (১৯), মো. ইসমাইল হোসেন (১৯) ও মো. সুমন (৪৫)। এ ছাড়া ‘বিরিয়ানি সুমন গ্রুপ’-এর মূলহোতা মো. সুমন ওরফে বিরিয়ানি সুমন (২৮), মো. বাদল (২৬), মো. আকাশ (১৯), মো. রাব্বি (২৮) ও মো. রাসেল (৩৮)। 

নির্বাচন ঘিরে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়োগের চেষ্টা করছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছবি: র‍্যাবখন্দকার আল মঈন বলেন, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের সদস্য কর্তৃক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ করা যায়। এ সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা হয়। 

বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সংঘাতে জড়িয়ে মারামারি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রবণতাও লক্ষ করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত