Ajker Patrika

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে আটক করেছে ডিবি

নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান দাবি করেন, আটকের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট, বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও ৯ জনকে আটক করা হয়। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশিদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট এবং গানপাউডার মজুত করা হয়েছিল। এসব গান পাউডার দিয়ে ২০০ টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে। 

আগামী ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তাঁরা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশ বিরোধী কাজ করছেন বলে উল্লেখ করেন মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত