Ajker Patrika

সিলেটে আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে নগরের কদমতলী এলাকার হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৬ জন তরুণ ও ৬ জন তরুণী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
তিনি বলেন, রাত ৯ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী সাকিনস্থ হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউসে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। পরে তাদের নগরের দক্ষিণ সুরমা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত