আগামী ২ বছর আমাদের অগ্নিপরীক্ষা: নাহিম
আমরা বলি আওয়ামী লীগ হচ্ছে এই উপমহাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন। লাখ লাখ নেতা-কর্মী। তাহলে নির্বাচনের সময় কেন আমাদের এত বেগ পেতে হয়? এখন কিন্তু সময় ঘনিয়ে এসেছে, আগামী দুটি বছর আমাদের জন্য অগ্নিপরীক্ষা হবে। এলাকাতে মানুষের কাছে যেতে হবে, সমাজের মানুষের সঙ্গে বসতে হবে, এলাকামুখী হবেন—এমন আহ্বান সা