Ajker Patrika

আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
Thumbnail image

আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ১০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

গোসাইরহাট (শরীয়তপুর) : গোসাইরহাটে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আব্দুর রাজ্জাকের ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আব্দুর রাজ্জাকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি পালিত হয়।

জানা যায়, ২০১১ সালের ২৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে মৃত্যুবরণ করেন। তিনি ছেষট্টির ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬-৬৭ ও ১৯৬৭-৬৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

ডামুড্যা (শরীয়তপুর) : ডামুড্যাতেও আওয়ামী লীগে নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ডামুড্যায় নিজ বাসভবনে তাঁর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত