চেয়ারম্যান মেম্বরের পায় ধরছি, হেইয়ার পরও ১টা কাড পাই নাই!
'কিচ্ছু দেয় নাই, চেয়ারম্যানের পায় ধরছি, মেম্বরের পায় ধরছি, কিন্তু দেয় নাই। আমার ভোটার কাডও নাই। চেয়ারম্যানের ধারে কইছি, বাবা, আমারে বিধবার ১টা কাড দেন। কিন্তু পরিষদের দুলাল চকিদার চেয়ারম্যানরে দিতে না করে। হেয় কয়, একলা মাইনষের কি লাগে? '