গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গতকাল রোববার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামানসহ ৫ জন পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযান চালানো হয়। সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কুচইপট্টি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে ২ জন এবং কোদালপুরের ঠান্ডারবাজার ও আশপাশের এলাকা থেকে মাছ শিকার অবস্থায় ৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল।
গোসাইরহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘ইলিশ ধরা বন্ধে মৎস্য অফিসের অভিযান চলছে।
গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করা হয়। সে সময় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গতকাল রোববার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামানসহ ৫ জন পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযান চালানো হয়। সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কুচইপট্টি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে ২ জন এবং কোদালপুরের ঠান্ডারবাজার ও আশপাশের এলাকা থেকে মাছ শিকার অবস্থায় ৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল।
গোসাইরহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘ইলিশ ধরা বন্ধে মৎস্য অফিসের অভিযান চলছে।
গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করা হয়। সে সময় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫