Ajker Patrika

আগামী ২ বছর আমাদের অগ্নিপরীক্ষা: নাহিম

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
Thumbnail image

আমরা বলি আওয়ামী লীগ হচ্ছে এই উপমহাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন। লাখ লাখ নেতা-কর্মী। তাহলে নির্বাচনের সময় কেন আমাদের এত বেগ পেতে হয়? এখন কিন্তু সময় ঘনিয়ে এসেছে, আগামী দুটি বছর আমাদের জন্য অগ্নিপরীক্ষা হবে। এলাকাতে মানুষের কাছে যেতে হবে, সমাজের মানুষের সঙ্গে বসতে হবে, এলাকামুখী হবেন—এমন আহ্বান সাংসদ নাহিম রাজ্জাকের।

গতকাল শনিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন প্রচারের বিষয়ে এক ঘরোয়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন, বাংলাদেশের জন্য এত কিছু করলাম, তারপরও কি ভোট চাইতে হবে?’

সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘আমরা তো বিএনপি-জামায়াত দেখি না, যখন রাস্তা হয়, তখন তো বিএনপি-জামায়াতের বাড়ির সামনে দিয়েও রাস্তা হয়, বিএনপি-জামায়াতের বাড়িতেও গভীর নলকূপ দেই, সোলার ল্যাম্প দেওয়া হয়, মসজিদে যারা বিএনপি-জামায়াত করে, সেখানেও তো আমরা অনুদান দেই। ভালো কাজ যদি করে থাকি, তাহলে নির্বাচনে এত কষ্ট কেন?’ তিনি বলেন, ‘দলের মধ্যে বিভাজন যেন না হয়, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই, কেউ পক্ষে থাকবেন কেউ অন্য পক্ষে থাকবেন কিন্তু দলের ব্যাপারে যেন আমরা এক থাকি।’

সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘ভুল-ত্রুটি শুধরে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে জনকল্যাণে কাজ করতে হবে। কোনো মানুষের হক যেন আমরা ছিনিয়ে না নেই। আমাদের কেবল বক্তব্যের মধ্যেই কাজ সীমাবদ্ধ না রেখে, মোটরসাইকেল মহড়া, গাড়ির মহড়া ত্যাগ করে হাটে-ঘাটে মানুষের কাছে যাওয়া দরকার।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, গোসাইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হুসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাহজাহান, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত