Ajker Patrika

আলট্রা ম্যারাথনে চ্যাম্পিয়ন বেলাল

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
আলট্রা ম্যারাথনে চ্যাম্পিয়ন বেলাল

মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে ৫০ কিলোমিটারের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গোসাইরহাটের আরিফুর রহমান বেলাল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গত শুক্রবার ও শনিবার কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ দিয়ে বিস্তৃত মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হয় উক্ত ম্যারাথন।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছেলে বেলাল।

জানা যায়, ট্রাভেলার্স অব বাংলাদেশ আয়োজিত ৩ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ৩০০ দৌড়বিদ। এই আলট্রা ম্যারাথনে সাধারণ অ্যাথলেটদের পাশাপাশি একই সঙ্গে এবার অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ, দৃষ্টিপ্রতিবন্ধী, হুইলচেয়ার আরোহী ও অটিস্টিক অ্যাথলেটরাও অংশ নিয়েছেন। ইনানী থেকে টেকনাফ পর্যন্ত তিন ক্যাটাগরি ৫০,১০০ ও ১৬১ কিলোমিটার দূরত্বের এই আলট্রা ম্যারাথনের সময়সীমা ১০,২৪ ও ৩৬ ঘণ্টা।

৩৫০০ প্রতিযোগী থেকে বাছাই করা ৩০০ জনের মধ্যে ৫০ কিলোমিটার দূরত্বের আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ করেন বেলাল। ইনানী থেকে টেকনাফ সৈকতে শেষ হয় দৌড়। আবারও সেই একই পথে ফিরতে হয় ইনানী সৈকতে। পেশায় ব্যাংকার বেলালকে দীর্ঘ ৫০ কিলোমিটার দৌড়ে অর্জন করতে হয় শ্রেষ্ঠত্বের গৌরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত