Ajker Patrika

বহিরাগতদের নিয়েই অভিযোগ সব প্রার্থীর

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ১০
Thumbnail image

গোসাইরহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে সরকারি সামসুর রহমান কলেজ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় এই অভিযোগ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন।

সকল প্রার্থীর অভিযোগ শোনার পর প্রধান অতিথি পারভেজ হাসান বলেন, ‘সব প্রার্থী যদি বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলার বিষয়ে অভিযোগ করেন তাহলে বহিরাগতদের এখানে আনছে কারা? সুতরাং আপনাদেরই এসব বিষয়ে সাবধান হতে হবে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দেবেন। পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা যদি হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হাসান। ভাইস-চেয়ারম্যান শেখ আবুল খায়ের। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত