পেন্টাগন নয়, বিশ্বের বৃহত্তম অফিস ভবন ‘সুরাট ডায়মন্ড বোর্স’
বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস ভবন উদ্বোধন করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুরাট ডায়মন্ড বোর্স নামের এ বাণিজ্য কেন্দ্রটি ভারতের গুজরাট রাজ্যেই অবস্থিত। এটিই হতে যাচ্ছে বিশ্বজুড়ে হিরা ও গয়না বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র, যেখানে বৈশ্বিকভাবে কাঁচা ও পলিশ করা হিরার বাণিজ্য করা যাবে।