অনলাইন ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যে বানরের আক্রমণে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে মন্দিরের বাইরে খেলাধুলার সময় বানরটি আক্রমণ করে শিশুটির পেট চিড়ে নাড়িভুঁড়ি বের ফেলে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশ ও বন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গান্ধীনগরের সালকি গ্রামে এক মন্দিরের কাছে বানরের আক্রমণের ঘটনাটি ঘটে। পুলিশ শিশুটির পরিচয় নিশ্চিত করে বলে, তার নাম দীপক ঠাকুর। শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, দীপক বন্ধুর সঙ্গে মন্দিরের বাইরে খেলছিল। তখন একদল বানর এসে তাদের ওপর আক্রমণ করে। বানরগুলো শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে পেট চিড়ে ভুঁড়ি টেনে বের করে ফেলে।
এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বানরের দল শিশুটির পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে ফেলে। তাকে তাৎক্ষণিক প্রথমে বাড়িতে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে বানরের পালের এটি তৃতীয় হামলা বলেও জানান ওই কর্মকর্তা।
বন বিভাগের কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, বনকর্মীরা ওই গ্রামের বানরগুলোকে ধরার চেষ্টা করছে। বিশাল চৌধুরী বলেন, ‘গত এক সপ্তাহে আমরা দুটি লেঙ্গুর ধরেছি এবং আরেকটি ধরার জন্য ফাঁদ তৈরি করেছি। গ্রামে বানরের একটি বিশাল পাল আছে। এর মধ্যে চারটি প্রাপ্তবয়স্ক। দলটি এক সপ্তাহ ধরে গ্রামে মাঝেমধ্যে আক্রমণ করছে।’
এর আগে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে একটি বানরকে ধরিয়ে দেওয়ার জন্য ২১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়। বানরটি দুই সপ্তাহে ২০ জনকে আক্রমণ করেছিল। উদ্ধারকর্মীরা ড্রোন ব্যবহার করে বানরটি খুঁজে বের করে এবং খাঁচায় বন্দী করে।
২০২১ সালের ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে কুকুরছানা হত্যা করার জন্য দুটি বানর ধরে বন বিভাগ। বানরগুলো প্রতিশোধ নিতে কুকুরছানা হত্যা করত বলে জানান গ্রামবাসীরা।
ভারতের গুজরাট রাজ্যে বানরের আক্রমণে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে মন্দিরের বাইরে খেলাধুলার সময় বানরটি আক্রমণ করে শিশুটির পেট চিড়ে নাড়িভুঁড়ি বের ফেলে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশ ও বন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গান্ধীনগরের সালকি গ্রামে এক মন্দিরের কাছে বানরের আক্রমণের ঘটনাটি ঘটে। পুলিশ শিশুটির পরিচয় নিশ্চিত করে বলে, তার নাম দীপক ঠাকুর। শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, দীপক বন্ধুর সঙ্গে মন্দিরের বাইরে খেলছিল। তখন একদল বানর এসে তাদের ওপর আক্রমণ করে। বানরগুলো শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে পেট চিড়ে ভুঁড়ি টেনে বের করে ফেলে।
এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বানরের দল শিশুটির পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে ফেলে। তাকে তাৎক্ষণিক প্রথমে বাড়িতে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে বানরের পালের এটি তৃতীয় হামলা বলেও জানান ওই কর্মকর্তা।
বন বিভাগের কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, বনকর্মীরা ওই গ্রামের বানরগুলোকে ধরার চেষ্টা করছে। বিশাল চৌধুরী বলেন, ‘গত এক সপ্তাহে আমরা দুটি লেঙ্গুর ধরেছি এবং আরেকটি ধরার জন্য ফাঁদ তৈরি করেছি। গ্রামে বানরের একটি বিশাল পাল আছে। এর মধ্যে চারটি প্রাপ্তবয়স্ক। দলটি এক সপ্তাহ ধরে গ্রামে মাঝেমধ্যে আক্রমণ করছে।’
এর আগে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে একটি বানরকে ধরিয়ে দেওয়ার জন্য ২১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়। বানরটি দুই সপ্তাহে ২০ জনকে আক্রমণ করেছিল। উদ্ধারকর্মীরা ড্রোন ব্যবহার করে বানরটি খুঁজে বের করে এবং খাঁচায় বন্দী করে।
২০২১ সালের ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে কুকুরছানা হত্যা করার জন্য দুটি বানর ধরে বন বিভাগ। বানরগুলো প্রতিশোধ নিতে কুকুরছানা হত্যা করত বলে জানান গ্রামবাসীরা।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগে