এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের ভারতের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগর মাতিয়েছেন বিশ্বের নামী-দামী সব ব্যক্তিত্ব। আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হবে।
গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিবাহপূর্ব আনুষ্ঠানিকতা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আজই শেষ হচ্ছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান ও হলিউড-বলিউড তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২০০ জনের অতিথির তালিকায় জনপ্রিয় পপ তারকা রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানসহ আরও অনেকে ছিলেন।
রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতসিন পেমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিচ্ছেন রিয়ান্না
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ গায়িকা রিয়ানা। অন্যদের মধ্যে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন ও অজয়-অতুলের মতো খ্যাতিমান শিল্পীদেরও পরিবেশনা ছিল।
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ৩ দিনে যা যা হল
ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’ শিরোনামের জমজমাট পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নাচ, গান, ভিজুয়াল আর্টসহ নানা কলানৈপুণ্যে মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের অতিথি ও পরিবেশনকারীদের পরণে ছিল বাহারি পোশাক। পরদিন আনুষ্ঠানিকতার নাম ছিল ‘এ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’। এদিন জামনগরে আম্বানিদের প্রাণী অভয়ারণ্যে অতিথিদের ঘুরিয়ে দেখানো হয়। এটি ছিল অনন্য এক অভিজ্ঞতা।
সবশেষ ৩ মার্চ দুটি আনুষ্ঠানিকতা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রথমে ‘তুসকার ট্রেইলস’ নামে একটি পর্ব হয়। এই পর্বে সুস্বাদু নানা খাবারের সঙ্গে প্রকৃতির মনোরম চিত্র উপভোগ করেন অতিথিরা। সবশেষ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল হস্তাক্ষর অনুষ্ঠান। এই পর্বে ভারতের ঐতিহাসিক পরার প্রতিযোগিতা ছিল।
সব অনুষ্ঠানেই দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোড। অতিথিদের সাজসজ্জার জন্য নিয়োজিত ছিল মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ডিজাইনারদের বড় দল। আর খাবারের জন্য প্রায় ৫০০ রকমের মুখরোচক খাবার রান্নায় ১০০ বাবুর্চি নিয়োগ করা হয়।
আম্বানি পরিবারের জমকালো পারিবারিক আয়োজন এবং তাক লাগানো অনুষ্ঠানে বিদেশি প্রভাবশালী ব্যক্তিত্ব ও তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ২০১৮ সালে ইশা আম্বানির বিয়েতে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির উপস্থিতি আলোড়ন তুলেছিল। সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপতারকা বিয়ন্সে।
তিন দিনের এই অনুষ্ঠানের আগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) আম্বানি পরিবারের পক্ষ থেকে জামনগরের পাশের গ্রামগুলোর প্রায় ৫১ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়।
এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের ভারতের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগর মাতিয়েছেন বিশ্বের নামী-দামী সব ব্যক্তিত্ব। আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হবে।
গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিবাহপূর্ব আনুষ্ঠানিকতা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আজই শেষ হচ্ছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান ও হলিউড-বলিউড তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২০০ জনের অতিথির তালিকায় জনপ্রিয় পপ তারকা রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানসহ আরও অনেকে ছিলেন।
রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতসিন পেমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিচ্ছেন রিয়ান্না
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ গায়িকা রিয়ানা। অন্যদের মধ্যে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন ও অজয়-অতুলের মতো খ্যাতিমান শিল্পীদেরও পরিবেশনা ছিল।
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ৩ দিনে যা যা হল
ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’ শিরোনামের জমজমাট পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নাচ, গান, ভিজুয়াল আর্টসহ নানা কলানৈপুণ্যে মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের অতিথি ও পরিবেশনকারীদের পরণে ছিল বাহারি পোশাক। পরদিন আনুষ্ঠানিকতার নাম ছিল ‘এ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’। এদিন জামনগরে আম্বানিদের প্রাণী অভয়ারণ্যে অতিথিদের ঘুরিয়ে দেখানো হয়। এটি ছিল অনন্য এক অভিজ্ঞতা।
সবশেষ ৩ মার্চ দুটি আনুষ্ঠানিকতা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রথমে ‘তুসকার ট্রেইলস’ নামে একটি পর্ব হয়। এই পর্বে সুস্বাদু নানা খাবারের সঙ্গে প্রকৃতির মনোরম চিত্র উপভোগ করেন অতিথিরা। সবশেষ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল হস্তাক্ষর অনুষ্ঠান। এই পর্বে ভারতের ঐতিহাসিক পরার প্রতিযোগিতা ছিল।
সব অনুষ্ঠানেই দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোড। অতিথিদের সাজসজ্জার জন্য নিয়োজিত ছিল মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ডিজাইনারদের বড় দল। আর খাবারের জন্য প্রায় ৫০০ রকমের মুখরোচক খাবার রান্নায় ১০০ বাবুর্চি নিয়োগ করা হয়।
আম্বানি পরিবারের জমকালো পারিবারিক আয়োজন এবং তাক লাগানো অনুষ্ঠানে বিদেশি প্রভাবশালী ব্যক্তিত্ব ও তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ২০১৮ সালে ইশা আম্বানির বিয়েতে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির উপস্থিতি আলোড়ন তুলেছিল। সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপতারকা বিয়ন্সে।
তিন দিনের এই অনুষ্ঠানের আগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) আম্বানি পরিবারের পক্ষ থেকে জামনগরের পাশের গ্রামগুলোর প্রায় ৫১ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়।
খাগড়াছড়িকে টাটা জানিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে পৌঁছে গাড়ি ব্রেক করল। একজন গিয়ে সবার নাম-ঠিকানা লিখিয়ে এল। নিরিবিলি পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলছে। যত এগিয়ে যাই, সামনের পাহাড় যেন ততই দূরে সরে যায়। যাচ্ছি আর থামছি। চারপাশের মায়াময় প্রকৃতি আমাদের আচ্ছন্ন করে রাখে।
১ ঘণ্টা আগেএ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টানা অষ্টমবারের মতো বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। অন্যদিকে, তালিকায় এবার ইতিহাসের সবচেয়ে নিচে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটি আছে ২৪তম স্থানে।
১ ঘণ্টা আগেনেপালের কাঠমান্ডুভিত্তিক ট্যুর অপারেটর ‘সোশ্যাল ট্যুরস’-এর প্রতিষ্ঠাতা রাজ গ্যাওয়ালি। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি আমেরিকান এক পর্যটক নেপাল ভ্রমণ পুরোপুরি নিশ্চিত করেও তা বাতিল করে দেন। ট্রাম্প প্রশাসনের সময় বিদেশ ভ্রমণ তাঁর জন্য নিরাপদ...
১ ঘণ্টা আগেবর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
২ ঘণ্টা আগে