রাষ্ট্র সংস্কারের পথসভায় পুলিশের বাধা
আমরা কি শ্রীলঙ্কার চেয়ে খুব ভালো আছি? কথা বলতে গেলে গুম, হামলা, মামলা দেওয়া হয়। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামনের দিনে রান্নাঘরে কি চুলা জ্বলবে? ঘরে বসে থাকার সময় নাই। রাজপথে নামেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে...