Ajker Patrika

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের গৃহবধূ মীম খাতুনকে (২৫) হত্যার অভিযোগে আজ রোববার স্বামী ইবরাহীম মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে গাবতলী থানা-পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ইবরাহীম কালাইহাটা গ্রামের করিম মণ্ডলের ছেলে। নিহত মীম বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ইবরাহীমের প্রথম স্ত্রী। হত্যাকাণ্ডের অভিযোগে রোববার সকালে গাবতলী মডেল থানায় নিহতের বাবা আনোয়ার হোসেন ইবরাহীমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মীমের সঙ্গে ইবরাহীমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মীমকে মারধর করতেন স্বামী ইবরাহীম। যৌতুকের টাকা না পেয়ে মাস পাঁচেক আগে আরেকটি বিয়ে করেন ইবরাহীম। এতে ক্ষিপ্ত হয়ে মীম তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এবং বাবার বাড়ি চলে যান। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সালিস হয়। সালিসে বিরোধ মীমাংসা করে মীমকে আবার ইবরাহীমের বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও ইবরাহীম মীমের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরে গতকাল শনিবার মধ্যরাতে মীমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইবরাহীমের স্বজনেরা মীমের বাবার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মীমের বাবা আনোয়ার হোসেনসহ স্বজনেরা মীমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ইবরাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত