নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লুটপাট, দুর্নীতি, অর্থপাচার ও ভোট জালিয়াতির সরকারের পদত্যাগ, সংবিধান সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে পথসভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এরমধ্যে কল্যাণপুরে সভা করার সময় বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে পথসভা করে সংগঠনটি। সভায় বক্তারা জানান, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে সংবিধান সংশোধন করতে হবে। অন্যথায় দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
গাবতলী বাস টার্মিনালের সামনে সভা শেষে কল্যাণপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে পথসভা চলাকালীন সভায় বাঁধা দেয় পুলিশ। এ সময় সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়নের মোবাইল কেড়ে নেয় তারা। পুলিশের সঙ্গে তর্কবিতর্কের মধ্যেই কল্যাণপুরে পথসভা শেষ করে সংগঠনটি। এ সময় কেনো বাধা দেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজী হয়নি মিরপুর থানা-পুলিশের সদস্যরা।
সভায় সরকারি পরীক্ষার ফি বাতিলের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক দিদারুল ভূইয়া বলেন, ‘চাকরির পরীক্ষার জন্য সাত শ টাকা দিয়ে ফরম পূরণ করতে হয় ৷ কিন্তু এই বেকারদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। সরকার শুধু জিডিপি নিয়ে আছে। আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু সরকার আমাদের কথার কোন দাম দিচ্ছে না। আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এনেছি কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।’
সভায় সংগঠনটির জাতীয় সমন্বয়ক আদিল আমজাদ হোসেন বলেন, ‘দেশে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। অন্যদিকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে। অর্থমন্ত্রী জানেন না, টাকা কীভাবে পাচার হয়, কারা পাচার করে। বাজেট কীভাবে হয়, কীভাবে খরচ হয় তা জনগণ কিছু জানে না। ৩০০ টাকার পর্দা ১ লক্ষ টাকায় কেনে, ১০০ টাকার বালব দশ হাজার টাকায় কিনে বাজেট সমন্বয় হয়। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, সংবিধানের যথাযথ সংস্কার না করলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।’
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়ন বলেন, ‘বাজেটে প্রতিবছর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেট হয়, বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়তে থাকে। সেসব বাড়তি টাকাও আমাদের কাছ থেকেই নেওয়া হয়। কিন্তু এসব টাকার কোন হিসেব দেওয়া হয় না। অনুমানের ওপর নির্ভর করে প্রকল্প পাশ করা হয়। বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে। কুইক রেন্টালের কথা বলে বছর বছর হাজার হাজার টাকা গচ্চা দেওয়া হচ্ছে।’
সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ বলেন, ‘করোনায় অনেকেই চাকরি হারিয়েছে। কারও আয় বৃদ্ধির কোন খবর নাই। অন্যদিকে ১০০ টাকার তেল ২০০ টাকা। খাবার কিনতে গিয়ে বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, ওষুধ কেনার টাকা থাকে না। আজকে গাড়ির ড্রাইভার, হেলপাররা নিজ চেষ্টায় ড্রাইভার, হেলপার হয়েছে। সরকারি কোনো সহায়তা নাই। অথচ দাওয়াত খাইতে গেলেও এখন সরকারের পারমিশন লাগে।’
এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না জানিয়ে লিটন কবিরাজ বলেন, ‘আমরা কি শ্রীলঙ্কার চেয়ে খুব ভালো আছি? কথা বলতে গেলে গুম, হামলা, মামলা দেওয়া হয়। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামনের দিনে রান্নাঘরে কি চুলা জ্বলবে? ঘরে বসে থাকার সময় নাই। রাজপথে নামেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।’
লুটপাট, দুর্নীতি, অর্থপাচার ও ভোট জালিয়াতির সরকারের পদত্যাগ, সংবিধান সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে পথসভা করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এরমধ্যে কল্যাণপুরে সভা করার সময় বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে পথসভা করে সংগঠনটি। সভায় বক্তারা জানান, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের লক্ষ্যে সংবিধান সংশোধন করতে হবে। অন্যথায় দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।
গাবতলী বাস টার্মিনালের সামনে সভা শেষে কল্যাণপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে পথসভা চলাকালীন সভায় বাঁধা দেয় পুলিশ। এ সময় সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়নের মোবাইল কেড়ে নেয় তারা। পুলিশের সঙ্গে তর্কবিতর্কের মধ্যেই কল্যাণপুরে পথসভা শেষ করে সংগঠনটি। এ সময় কেনো বাধা দেওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজী হয়নি মিরপুর থানা-পুলিশের সদস্যরা।
সভায় সরকারি পরীক্ষার ফি বাতিলের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক দিদারুল ভূইয়া বলেন, ‘চাকরির পরীক্ষার জন্য সাত শ টাকা দিয়ে ফরম পূরণ করতে হয় ৷ কিন্তু এই বেকারদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। সরকার শুধু জিডিপি নিয়ে আছে। আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু সরকার আমাদের কথার কোন দাম দিচ্ছে না। আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এনেছি কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যে সংবিধানের মাধ্যমে এভাবে জনগণের কথার কোনো দাম না দিয়ে সরকারে থাকা যায় সেই সংবিধান পরিবর্তন করতে হবে।’
সভায় সংগঠনটির জাতীয় সমন্বয়ক আদিল আমজাদ হোসেন বলেন, ‘দেশে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। অন্যদিকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে। অর্থমন্ত্রী জানেন না, টাকা কীভাবে পাচার হয়, কারা পাচার করে। বাজেট কীভাবে হয়, কীভাবে খরচ হয় তা জনগণ কিছু জানে না। ৩০০ টাকার পর্দা ১ লক্ষ টাকায় কেনে, ১০০ টাকার বালব দশ হাজার টাকায় কিনে বাজেট সমন্বয় হয়। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, সংবিধানের যথাযথ সংস্কার না করলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।’
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সমন্বয়ক নাইমুল ইসলাম নয়ন বলেন, ‘বাজেটে প্রতিবছর বিভিন্ন প্রকল্পের জন্য বাজেট হয়, বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়তে থাকে। সেসব বাড়তি টাকাও আমাদের কাছ থেকেই নেওয়া হয়। কিন্তু এসব টাকার কোন হিসেব দেওয়া হয় না। অনুমানের ওপর নির্ভর করে প্রকল্প পাশ করা হয়। বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে। কুইক রেন্টালের কথা বলে বছর বছর হাজার হাজার টাকা গচ্চা দেওয়া হচ্ছে।’
সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ বলেন, ‘করোনায় অনেকেই চাকরি হারিয়েছে। কারও আয় বৃদ্ধির কোন খবর নাই। অন্যদিকে ১০০ টাকার তেল ২০০ টাকা। খাবার কিনতে গিয়ে বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, ওষুধ কেনার টাকা থাকে না। আজকে গাড়ির ড্রাইভার, হেলপাররা নিজ চেষ্টায় ড্রাইভার, হেলপার হয়েছে। সরকারি কোনো সহায়তা নাই। অথচ দাওয়াত খাইতে গেলেও এখন সরকারের পারমিশন লাগে।’
এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না জানিয়ে লিটন কবিরাজ বলেন, ‘আমরা কি শ্রীলঙ্কার চেয়ে খুব ভালো আছি? কথা বলতে গেলে গুম, হামলা, মামলা দেওয়া হয়। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামনের দিনে রান্নাঘরে কি চুলা জ্বলবে? ঘরে বসে থাকার সময় নাই। রাজপথে নামেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
১ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে