নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বগুড়ার গাবতলীতে ফুটবল খেলায় পেনাল্টি শট নেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মামুন হোসেন (২৪)। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মোতালেব ওরফে খোকন (৩২)। তাঁকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া এলাকায় ফুটবল খেলা নিয়ে মামুন ও খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাঁরা দুজনে বন্ধু। ওই বিরোধের জেরে মামুনকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা আঁটছিলেন খোকন। গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টিওরপাড়া এলাকায় তিনমাথা মোড়ে মামুনকে একা পেয়ে খোকন তাঁর সহযোগীদের নিয়ে অতর্কিতে হামলা চালান। লোহার রড, জিআই পাইপ দিয়ে মামুনকে পিটিয়ে আহত করেন। মামুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ভোরে মামুন মারা যান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানী মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মো. মামুন ও খোকন একই গ্রামের বাসিন্দা। তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। ঈদ উপলক্ষে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ১৬ জুলাই বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খোকন ও মামুনের মামাতো ভাই মো. নাহিদ (২৪) একই দলের খেলোয়াড় ছিলেন। তাঁদের দল ২-১ গোলে পিছিয়ে ছিল। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে একটি ফাউল হলে পেনাল্টি শট পায় খোকন ও নাহিদের দল। টিমের একমাত্র গোলটি স্ট্রাইকার হিসেবে নাহিদ করেছিলেন তাই দলের সমতা আনার জন্য পেনাল্টি শটটিও নাহিদকে নিতে বলেন দলের অধিনায়ক দেলোয়ার ওরফে দেলু। কিন্তু খোকন পেনাল্টি শট নেওয়ার আবদার করেন।’
‘নাহিদ পেনাল্টি শট নেওয়ার জন্য প্রস্তুতি নিলে খোকন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করতে থাকেন। তখন মামুন প্রতিবাদ করেন। পরে সবার চেষ্টায় বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও এর জেরে মামুনকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন খোকন।’ যোগ করেন এসপি মুক্তা ধর।
এ ঘটনায় মামুনের মা ফাতেমা বেগম (৫৪) বাদী হয়ে গাবতলী থানায় খোকনকে প্রধান আসামি করে মামলা করেছেন বলে জানান সিআইডির বিশেষ এসপি মুক্তা ধর।
বগুড়ার গাবতলীতে ফুটবল খেলায় পেনাল্টি শট নেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মামুন হোসেন (২৪)। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল মোতালেব ওরফে খোকন (৩২)। তাঁকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া এলাকায় ফুটবল খেলা নিয়ে মামুন ও খোকনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাঁরা দুজনে বন্ধু। ওই বিরোধের জেরে মামুনকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা আঁটছিলেন খোকন। গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টিওরপাড়া এলাকায় তিনমাথা মোড়ে মামুনকে একা পেয়ে খোকন তাঁর সহযোগীদের নিয়ে অতর্কিতে হামলা চালান। লোহার রড, জিআই পাইপ দিয়ে মামুনকে পিটিয়ে আহত করেন। মামুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই ভোরে মামুন মারা যান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানী মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মো. মামুন ও খোকন একই গ্রামের বাসিন্দা। তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। ঈদ উপলক্ষে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ১৬ জুলাই বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খোকন ও মামুনের মামাতো ভাই মো. নাহিদ (২৪) একই দলের খেলোয়াড় ছিলেন। তাঁদের দল ২-১ গোলে পিছিয়ে ছিল। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে একটি ফাউল হলে পেনাল্টি শট পায় খোকন ও নাহিদের দল। টিমের একমাত্র গোলটি স্ট্রাইকার হিসেবে নাহিদ করেছিলেন তাই দলের সমতা আনার জন্য পেনাল্টি শটটিও নাহিদকে নিতে বলেন দলের অধিনায়ক দেলোয়ার ওরফে দেলু। কিন্তু খোকন পেনাল্টি শট নেওয়ার আবদার করেন।’
‘নাহিদ পেনাল্টি শট নেওয়ার জন্য প্রস্তুতি নিলে খোকন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করতে থাকেন। তখন মামুন প্রতিবাদ করেন। পরে সবার চেষ্টায় বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও এর জেরে মামুনকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন খোকন।’ যোগ করেন এসপি মুক্তা ধর।
এ ঘটনায় মামুনের মা ফাতেমা বেগম (৫৪) বাদী হয়ে গাবতলী থানায় খোকনকে প্রধান আসামি করে মামলা করেছেন বলে জানান সিআইডির বিশেষ এসপি মুক্তা ধর।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫