Ajker Patrika

বগুড়ায় চার ঘণ্টায় পাঁচজন ছুরিকাহত 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩১
বগুড়ায় চার ঘণ্টায় পাঁচজন ছুরিকাহত 

বগুড়ায় ছিনতাই, পাওনা টাকা নিয়ে বিরোধসহ তুচ্ছ ঘটনায় পাঁচজন ছুরিকাহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বগুড়া শহর ছাড়াও গাবতলী উপজেলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

ছুরির আঘাতে আহতেরা হলেন—গাবতলী উপজেলার মালিয়ান ডাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে জাহিদ হাসান (৩০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার মো. শাহিনের ছেলে রায়হান সরকার (১৪)। 

গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, ১৫০ টাকা পাওনা নিয়ে জাহিদের সঙ্গে তাঁর বন্ধু আল-আমিনের বিরোধ হয়। টাকা না পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তরনীহাটে জাহিদ আল-আমিনকে পেয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আল-আমিন জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপর দিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছুরিকাহত হন রাব্বী মিয়া, প্রিন্স আব্দুল্লাহ, তুষার আব্দুল্লাহ ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার রায়হান সরকার। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, শহরে চারজন ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আহতদের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত