বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ছিনতাই, পাওনা টাকা নিয়ে বিরোধসহ তুচ্ছ ঘটনায় পাঁচজন ছুরিকাহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বগুড়া শহর ছাড়াও গাবতলী উপজেলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ছুরির আঘাতে আহতেরা হলেন—গাবতলী উপজেলার মালিয়ান ডাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে জাহিদ হাসান (৩০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার মো. শাহিনের ছেলে রায়হান সরকার (১৪)।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, ১৫০ টাকা পাওনা নিয়ে জাহিদের সঙ্গে তাঁর বন্ধু আল-আমিনের বিরোধ হয়। টাকা না পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তরনীহাটে জাহিদ আল-আমিনকে পেয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আল-আমিন জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছুরিকাহত হন রাব্বী মিয়া, প্রিন্স আব্দুল্লাহ, তুষার আব্দুল্লাহ ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার রায়হান সরকার। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, শহরে চারজন ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আহতদের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেনি।
বগুড়ায় ছিনতাই, পাওনা টাকা নিয়ে বিরোধসহ তুচ্ছ ঘটনায় পাঁচজন ছুরিকাহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বগুড়া শহর ছাড়াও গাবতলী উপজেলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ছুরির আঘাতে আহতেরা হলেন—গাবতলী উপজেলার মালিয়ান ডাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে জাহিদ হাসান (৩০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার মো. শাহিনের ছেলে রায়হান সরকার (১৪)।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, ১৫০ টাকা পাওনা নিয়ে জাহিদের সঙ্গে তাঁর বন্ধু আল-আমিনের বিরোধ হয়। টাকা না পেয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তরনীহাটে জাহিদ আল-আমিনকে পেয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আল-আমিন জাহিদের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছুরিকাহত হন রাব্বী মিয়া, প্রিন্স আব্দুল্লাহ, তুষার আব্দুল্লাহ ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার রায়হান সরকার। তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, শহরে চারজন ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আহতদের পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেনি।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫