Ajker Patrika

জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২: ৪৫
জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট

শুরু থেকে কয়েক দিনের হতাশা কাটিয়ে জমে উঠতে শুরু করেছে গাবতলীর পশুর হাট। সকাল থেকে ক্রেতারা আসছেন পছন্দের গবাদিপশু কিনতে। তবে বাজারে পশুর দাম অনেক বেশি, দাবি ক্রেতাদের।

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে ১৪টি গরু নিয়ে এসেছেন রানা মিয়া। তিনি বলেন, গতকাল রাত থেকে কাস্টমার আসতাছে। আমার ১৪টার মধ্যে কয়েকটি গরু বিক্রি হয়েছে। বাকিগুলো আশা করছি আজকের মধ্যে বিক্রি করতে পারব। বাজারে এসেছি তিন দিন আগে। শুরুতে কাস্টমার ছিল না। 

সকাল থেকে ক্রেতারা হাটে আসছেন পছন্দের গবাদিপশু কিনতেরাজধানীর পুরান ঢাকার চকবাজার থেকে হাসিব রানা এসেছেন ছেলে ও তাঁর ভাতিজাদের নিয়ে। ১ লাখ ৪৫ হাজার টাকায় কিনেছেন একটি গরু। হাসিল ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, প্রতিবছর গাবতলী থেকে গরু কিনি। এবার সবকিছুর দাম বেশি। তবে খামারের চেয়ে বাজারে ভালো দামে গরু কেনা যায় ৷ সে জন্য এখানে আসা। বেশ কয়েকটা গরু দেখে সর্বশেষ ১ লাখ ৪৫ হাজার দিয়ে একটি কিনেছি। 

সকাল থেকে ক্রেতারা হাটে আসছেন পছন্দের গবাদিপশু কিনতেএদিকে গাবতলী হাটের হাসিল ঘর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে বিক্রি বেড়েছে। গতকাল রাত ১০টা থেকে আজ সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি গরু বিক্রি হয়েছে। ১০ নম্বর হাসিল ঘরের কর্মী মো. হাসান জানান, গতকাল রাত থেকে বিক্রি কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সকাল থেকেও ক্রেতারা আসছেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত