অনুপমের গানের মূর্ছনায় পর্দায় জীবন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
ঘড়িতে ঠিক তখন রাত ৮টা বেজে ১৪, উপস্থাপক মাইক্রোফোনে ঘোষণা করলেন, ‘এখন মঞ্চে আসবেন অনুপম রায়’ আর তখনই পুরো হলরুমে যেন উচ্ছ্বাসের বন্যা বয়ে গেল। মঞ্চে উঠে কোনো কথা না বলেই অনুপম গাইতে শুরু করলেন, ‘আমি আমি জানি জানি, চোরাবালি কতখানি