কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।
তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।
যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।
ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাঁকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’
ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’ কত শান্তভাবে তিনি অনুরোধ করলেন এবং জাহিল (মূর্খ) পাকিস্তানিদের বার্তা দিলেন। এই জাহিলরাই এটাকে সংস্কৃতিতে পরিণত করেছে। তিনি একমাত্র অবিসংবাদিত পাকিস্তানি তারকা যাকে আপনার প্রশংসা করতেই হবে।’
ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’
‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী।
মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।
কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার ফুল ছুড়ে ভালোবাসা জানানোর ঘটনাও একেবারে বিরল নয়। এ নিয়ে শিল্পীরা বিরক্ত হন অথবা বিনিময়ে ভালোবাসা জানান।
তবে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ঘটনাটা একটু ব্যতিক্রম। মঞ্চে কিছু ভক্তের অতি উৎসাহের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, সেটি মুগ্ধ করেছে নেটিজেনরা। যেখানে অরিজিৎ সিং, কানাডীয় র্যাপার ড্রেক, বেবে রেক্সা, কার্ডি বি এবং আরও অনেক শিল্পী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন প্রায়ই।
যুক্তরাষ্ট্রে মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ আসলাম। একজন উৎসাহী ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। তবে, গায়ক এতে মোটেও ক্ষুব্ধ হননি, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।
ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাঁকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’
ফাইজি নামে এক এক্স ব্যবহারকারী সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “‘বন্ধু আমার, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ে ফেলো না, এটা শুধু টাকার অসম্মান।’ কত শান্তভাবে তিনি অনুরোধ করলেন এবং জাহিল (মূর্খ) পাকিস্তানিদের বার্তা দিলেন। এই জাহিলরাই এটাকে সংস্কৃতিতে পরিণত করেছে। তিনি একমাত্র অবিসংবাদিত পাকিস্তানি তারকা যাকে আপনার প্রশংসা করতেই হবে।’
ভিডিওটি এরই মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’
‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’ লিখেছেন আরেক ব্যবহারকারী।
মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।
হিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।
১ ঘণ্টা আগেধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে সু ফ্রম সো। মাত্র ৪ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি ১২ দিনে আয় করেছে ৫০ কোটির বেশি। অর্জন করেছে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব।
৪ ঘণ্টা আগেসেই আলাপই কাল হলো। জিতুর একটি কথা আপত্তিকর ঠেকে দিতিপ্রিয়ার কাছে। তিনি বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করলেন ফেসবুকে। অন্যদিকে, নিজের অবস্থান পরিস্কার করতে জিতু কামালও ফাঁস করে দিলেন স্ক্রিনশট।
৭ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনে থাকছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠানসহ নানা আয়োজন। বেলা ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’।
১০ ঘণ্টা আগে