ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিওকে কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।
ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যায়, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পায় না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-সিজন ২-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর ২০২৩ সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।
উল্লেখ্য, দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল-সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ, এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২৩ অক্টোবর ২০২৩ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।
শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে আগামী ২২ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় এবং ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিওকে কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।
ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যায়, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পায় না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-সিজন ২-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর ২০২৩ সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।
উল্লেখ্য, দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল-সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ, এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২৩ অক্টোবর ২০২৩ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।
শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে আগামী ২২ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় এবং ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
৪ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
৪ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৭ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৯ ঘণ্টা আগে