Ajker Patrika

দুই মাসেই ভেঙে গেল কোরীয় অভিনেতা হিয়ান ও গায়িকা জিসুর প্রেম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭: ০৬
দুই মাসেই ভেঙে গেল কোরীয় অভিনেতা হিয়ান ও গায়িকা জিসুর প্রেম

কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ানের সঙ্গে প্রেম ভেঙেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বিবিসি জানিয়েছে, সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী।

বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি।

সোশ্যাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত আগস্টে। এরপর গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাঁদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাঁদের বিচ্ছেদের খবর।

জিসু। ছবি: ইনস্টাগ্রাম২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে।

চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি।

আন বো হিয়ান। ছবি: ইনস্টাগ্রাম‘সেরা মডেল’ হওয়ার স্বপ্ন নিয়ে আন বো হিয়ান দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত