কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ানের সঙ্গে প্রেম ভেঙেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বিবিসি জানিয়েছে, সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত আগস্টে। এরপর গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাঁদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাঁদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে।
চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি।
‘সেরা মডেল’ হওয়ার স্বপ্ন নিয়ে আন বো হিয়ান দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।
কোরীয় অভিনেতা, মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব আন বো হিয়ানের সঙ্গে প্রেম ভেঙেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা জিসুর। বিবিসি জানিয়েছে, সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী।
বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি।
সোশ্যাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত আগস্টে। এরপর গায়িকা জিসুর এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট তাঁদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাঁদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। গান নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও ক্যারিয়ারে প্রথম নাম লেখান ‘দ্য প্রডিউসারস’ সিরিজে। এখানে একটি ক্যামিও চরিত্রে তাঁকে দেখা গেছে। ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। এ বছর মার্চে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’ মুক্তি পায়। মাত্র দুই দিনের কম সময়ে এটি এক মিলিয়নের বেশি বিক্রি হয়। বেস্ট সেলিং অ্যালবামের তালিকায় জায়গা করে নেয়। তিনি কোরীয় প্রথম কোনো গায়িকা, যাঁর অ্যালবাম বিক্রিতে রেকর্ড হয়েছে।
চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুই দিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি।
‘সেরা মডেল’ হওয়ার স্বপ্ন নিয়ে আন বো হিয়ান দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা। ১৮ বছর বয়সেই মডেলিংয়ে নাম লেখান। ২০১৪ সাল থেকে তিনি অভিনয় শুরু করেছেন। ‘ডিসেনডেস্ট অব দ্য সান’, ‘হার প্রাইভেট লাইফ’, ‘মাই নেম’ সর্বশেষ মুক্তি পাওয়া ‘সি ইউ ইন মাই নাইনটিন্থ লাইফ’সহ বেশ কিছু কাজে প্রশংসা কুড়িয়েছেন।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৯ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
৯ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
২০ ঘণ্টা আগে