দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’ ২৫ বছর পূর্ণ করছে। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু জোহান, লুকান, শেহরিনা, নাবিল ও সুজয়কে নিয়ে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। এ সময়ের মধ্যে সাবকনসাস এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’।
অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেছিলেন। সেগুলো আজও বাজে অনেকের মুখে। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’। সম্প্রতি তাদের ‘রূপকথার কাব্য’ চতুর্থ অ্যালবামটির চারটি গান তারা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
রজতজয়ন্তী উপলক্ষে এবার তারা প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। কনসার্টের শিরোনাম ‘আইসসালা সোলো কনসার্ট-১ ’। কনসার্টটি আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। কনসার্টটি আয়োজন করছে জেএ স্টুডিও।
ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী বছর দেশের বিভিন্ন জেলায় ‘আইসসালা সোলো কনসার্ট-১’ থেকে শুরু করে, ২, ৩,৪ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শুধুই বাংলাদেশ নয়। দেশের বাইরেও সিরিজ কনসার্টের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।’
২০০২ সালে ‘সাবকনসাস’ রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয়। দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে আহাদ অন্তর ও সৈকত এবং অসি লিড গিটার।
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘সাবকনসাস’ ২৫ বছর পূর্ণ করছে। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু জোহান, লুকান, শেহরিনা, নাবিল ও সুজয়কে নিয়ে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। এ সময়ের মধ্যে সাবকনসাস এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘মাটির দেহ’।
অ্যালবামের ‘মাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেছিলেন। সেগুলো আজও বাজে অনেকের মুখে। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘তারার মেলা’। ব্যান্ডের গাওয়া ‘অহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এ দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান ও লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘শিল্পের ঘর’। সম্প্রতি তাদের ‘রূপকথার কাব্য’ চতুর্থ অ্যালবামটির চারটি গান তারা তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
রজতজয়ন্তী উপলক্ষে এবার তারা প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। কনসার্টের শিরোনাম ‘আইসসালা সোলো কনসার্ট-১ ’। কনসার্টটি আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। কনসার্টটি আয়োজন করছে জেএ স্টুডিও।
ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী বছর দেশের বিভিন্ন জেলায় ‘আইসসালা সোলো কনসার্ট-১’ থেকে শুরু করে, ২, ৩,৪ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শুধুই বাংলাদেশ নয়। দেশের বাইরেও সিরিজ কনসার্টের পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।’
২০০২ সালে ‘সাবকনসাস’ রিয়েলিটি শো ‘স্টার সার্চ’-এ সেরা ব্যান্ড হয়। দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে জোহান ভোকালিস্ট ও গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে আহাদ অন্তর ও সৈকত এবং অসি লিড গিটার।
হিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।
২ ঘণ্টা আগেধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে সু ফ্রম সো। মাত্র ৪ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি ১২ দিনে আয় করেছে ৫০ কোটির বেশি। অর্জন করেছে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার খেতাব।
৪ ঘণ্টা আগেসেই আলাপই কাল হলো। জিতুর একটি কথা আপত্তিকর ঠেকে দিতিপ্রিয়ার কাছে। তিনি বিষয়টি নিয়ে লম্বা পোস্ট করলেন ফেসবুকে। অন্যদিকে, নিজের অবস্থান পরিস্কার করতে জিতু কামালও ফাঁস করে দিলেন স্ক্রিনশট।
৭ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনে থাকছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠানসহ নানা আয়োজন। বেলা ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’।
১০ ঘণ্টা আগে