ঢাকায় আসার অপেক্ষায় জাভেদ আলি, ভক্তদের উদ্দেশে বার্তা
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জান