Ajker Patrika

মা হারালেন মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক
আপডেট : ১৭ মে ২০২৪, ২২: ১১
Thumbnail image

১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’

মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।

মায়ের কোলে ছোট্ট মোনালি। ছবি: সংগৃহীতমোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’

এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত