১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।
১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১৮ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১ দিন আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১ দিন আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১ দিন আগে