১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।
১৮ দিনের লড়াই শেষ। মারা গেছেন প্রয়াত ভারতীয় গায়ক শক্তি ঠাকুরের স্ত্রী ও গায়িকা মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। মা হারানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মোনালি। আজ শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন তাঁর বোন মেহুলি ঠাকুর। সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছেন।’
মোনালি ঠাকুরের মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল তাঁর। কলকাতার বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কোভিডে বাবা শক্তি ঠাকুরকে হারান মোনালি ও মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা গতকাল বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন মোনালি। পাশাপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান।
মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা, এই একাকিত্ব এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে এবং তৈরি হতে হবে। আমার মাকে শান্তি দাও ঈশ্বর এবং আমাকে সাহায্য করো। এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব। আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’
এদিকে এর মাঝেই গতকাল বৃহস্পতিবার কনসার্ট করতে বাংলাদেশেও আসেন মোনালি। পেশাদারত্বের জন্য মাকে হারানোর যন্ত্রণা বুকে চেপে রাজারবাগ পুলিশ লাইনসের মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন গানও।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৫ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে