Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় গায়ক পিয়ালের মৃত্যু, সংগীতাঙ্গনে শোক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১৩: ৪৯
Thumbnail image

‘অড সিগনেচার’ ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল মারা গেছেন। গতকাল শনিবার ভোরে এক কনসার্টের যাত্রাপথে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন।

মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত থেকে তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।

সিলেটের একটি কলেজের এক আয়োজনে গাইতে যাচ্ছিলেন ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের বাকি সদস্যরাও আহত হয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছে অড সিগনেচার।

চট্টগ্রামের এক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

তানভীর আহাসান পিয়াল। ছবি: সংগৃহীত

২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। গানটি লিখেছেন মুনতাসির রাকিব।

২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত