Ajker Patrika

অঞ্জনে বুঁদ এক সন্ধ্যা 

গোলাম ওয়াদুদ, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১৬: ৩৬
অঞ্জনে বুঁদ এক সন্ধ্যা 

পূর্বাচলের ৩০০ ফিটের ঢাকা অ্যারেনা তখন অপেক্ষায় একজনের। হাজার হাজার চোখ ভালোবাসা নিয়ে আগ্রহে আছে প্রিয় শিল্পীকে দেখবে বলে। আহমেদ হাসান সানি তখন ‘এ শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া’ গান শেষ করেছেন। এরপর অসুস্থ শরীর নিয়ে ভালোবাসার টানে মঞ্চে আসেন অঞ্জন দত্ত। খোলা পরিবেশ, সঙ্গে সবার প্রিয় অঞ্জন, আর কি চাই? দর্শক তাকে দেখতে পেরে উল্লাসে ফেটে পড়ে। ঢাকা অ্যারেনার আকাশ তখন শুধু অঞ্জনময়।

গতকাল শনিবার (১১ মে) সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্টটি হয় পূর্বাচলের ৩০০ ফিটের ঢাকা অ্যারেনায়। অ্যাসেন, জির্কুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস যৌথভাবে কনসার্টের আয়োজন করে।

যখন অঞ্জন দত্ত এলেন তখন রাত প্রায় ৯টা। মুহুর্মুহু করতালি দিয়ে বরণ করলেন শিল্পীকে। অঞ্জন দত্ত প্রথমেই জানালেন, অসুস্থতার কারণে তিনি বসে গান করবেন। এর জন্য ক্ষমা চেয় নিলেন তিনি। অঞ্জন বসে বা দাঁড়িয়ে যেভাবেই গান করুক, তাতে দর্শকের কি আসে যায়। সবাই তো অঞ্জনের কণ্ঠ শুনতে ব্যাকুল। গিটারের টুংটাং শেষ করে শিল্পী ছাড়লেন গলা। নিমেষেই পুরো অ্যারেনায় গুনগুন করে সবাই গাইছে অঞ্জনের সঙ্গে।

অঞ্জন শোনালেন ‘ম্যারিয়ান’, ‘বেলা বোস’, ‘খাদের ধারের রেলিংটা’, ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’। এ ছাড়া যে জন্য তাঁর আসা—মালার জন্মদিনে গাইলেন ‘মালা’। ‘ম্যারিয়ান’ গাওয়ার পর শিল্পী বলছিলেন ডাক্তারের বারণ থাকা সত্ত্বেও শুধু আপনাদের ভালোবাসা...বলা শেষ না হতেই মুহুর্মুহু করতালি দেন দর্শক। দর্শকের এমন ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন ‘বেলা বোস’-এর স্রষ্টা।

দর্শক আগ্রহে ছিলেন কখন ‘রঞ্জনা’ গেয়ে ওঠেন অঞ্জন দত্ত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, শিল্পী গাইলেন ‘রঞ্জনা’। সঙ্গে গলা ছাড়লেন সব বয়সী দর্শকশ্রোতা। এক অন্যরকম রাত নেমে এসেছিল ঢাকা অ্যারেনায়।

‘মালা’র জন্মদিন ১২ মে, তাই গান শেষে মঞ্চে কেক কাটলেন অঞ্জন দত্ত। দর্শক করতালি দিয়ে মালার জন্মদিনে শুভেচ্ছা জানান। যাওয়ার আগে আবারও ফিরবেন এমন কথাই দিয়ে গেলেন প্রিয় শিল্পী।

শুধু অঞ্জন নয়, সঙ্গে ছিল আহমেদ হাসান সানি আর কাকতালের মুগ্ধ করা পারফরম্যান্স। শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত পিয়ালকে উৎসর্গ করে সানি ‘আমারে চাও’ শোনান। এরপর একে একে শোনান শ্রোতার আগ্রহের গান। গেয়েছেন ‘মনোগামী’ সিনেমার গান ‘মানুষ কেন এ রকম’। রাত ১১টার দিকে মঞ্চে ওঠে  জনপ্রিয় ব্যান্ড কাকতাল। ‘কিছু নেই কিছু নেই’, ‘লাশকাটা ঘরে’ গাইতে গাইতে শোনায় তাদের যাত্রার গল্প।

আহমেদ হাসান সানি শোনান ‘এ শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া’ ছবি: লেখকততক্ষণে ঘরে ফিরতে শুরু করেছেন অঞ্জনপ্রেমীরা। যেতে যেতে কেউ কেউ গুনগুন করছেন ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ...এটা কি ২৪৪১১৩৯।’ কেউবা আবার আহমেদ হাসান সানির ‘এ শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া’। অঞ্জন ফিরে গেলেও দর্শক-স্রোতের মনে এখনো বাজছে অঞ্জনের গান।

লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত