শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সংগীতব্যক্তিত্ব —হাসান, আর্ক
শাফিন ভাই ছিলেন আমার আইডল। ওনার চলা, বলা, হাঁটা, বাজানো, গাওয়া—সবকিছুই আমার প্রিয় ছিল। তাঁকে অনুসরণ করেই সুর করা শুরু করি। আমার ভালো লাগার একজন মানুষ ছিলেন তিনি। শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সংগীতব্যক্তিত্ব। আইয়ুব বাচ্চু ভাই আমার কাছে যেমন ছিলেন, শাফিন ভাইও তেমন। তাঁদের কাছ থেকে সব সময়ই শেখা যায়। বাচ্চু