ইউএনওর করোনা মুক্তি, আয়োজন করে উদ্যাপন
করোনা মুক্ত হওয়ায় ধুমধাম করে সংবর্ধনা পেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ–আল–মারুফ। স্থানীয় ভূমি, কৃষি, জনস্বাস্থ্য ও পুলিশ প্রশাসেনর ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইউএনও'র কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।