Ajker Patrika

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩: ৩৮
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই যাত্রী নিহত হন।

নিহত দুই যাত্রী হলেন ঢাকার ধামরাইয়ের এনায়েত উল্লাহর ছেলে আব্দুল কুদ্দুস (৬০) ও সাভারের ময়েজ মিয়া (৪০)। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকা–রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারের বিপরীতমুখী দুই ট্রাকের মাঝে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। দুই ট্রাকের আঘাতে পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পিকআপ ভ্যানের আরও চার যাত্রী আহত হন। গুরুতর আহত ব্যক্তিরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহত ব্যক্তিরা ব্যবসায়ী। তাঁরা ব্যবসার কাজে পিকআপ ভ্যানটি ব্যবহার করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত