প্রতিনিধি, সাদুল্যাপুর (গাইবান্ধা)
হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।
হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।
ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।
হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।
হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।
ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।
আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
১ মিনিট আগেসাগরে নিন্মচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা হয় উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।
১১ মিনিট আগেউপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ রয়েছে। একটি পুরোনো মসজিদ ও অন্যটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরোনো মসজিদে নামাজপরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম করা নিয়ে একটি ঝামেলা বাধে। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন হাজিসহ একটি পক্ষ কিয়াম করার পক্ষে অবস্থান নিয়ে সে সময় নতুন মসজিদ নির্মাণ করেন
১৬ মিনিট আগেনাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনব্যবস্থা দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৫ মিনিট আগে