প্রতিনিধি, সাদুল্যাপুর (গাইবান্ধা)
হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।
হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।
ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।
হাতির পিঠে বর, আর বরের ভগ্নিপতিরা ঘোড়ায়। আজ শুক্রবার দুপুরের দিকে গাইবান্ধার ধাপেরহাটে এমন দৃশ্য দেখতে রাস্তার দুই ধারে ভিড় করেছিলেন উৎসুক জনতা।
পরে খোঁজ নিয়ে জানা যায়, বরের নাম তৌফিক মিয়া (২৫)। কনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তার (২০)। জন্মলগ্নে তাঁর মা মানত করছিলেন মেয়ে বেঁচে থাকলে বরকে হাতির পিঠে করে আনবেন। সেই মানত পূরণ করতেই আজ কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে হচ্ছে।
হাতি ও ঘোড়ার বহর নিয়ে বরযাত্রী দেখে সড়কে ভিড় করেন উৎসুক জনতা। কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণ করতে বর আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।
ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে দেখলাম।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে